প্রকাশিত: Thu, Jan 19, 2023 3:54 PM
আপডেট: Sat, May 10, 2025 1:54 PM

দুর্নীতি, লুটপাটমুক্ত বাংলাদেশ গড়বো কীভাবে?

খাজা নিজাম উদ্দিন : আশা করাই ভুল? জাফর ইকবাল স্যারের প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ক্ষোভ দেখছি। নানাজন নানা ভাষায় কটু কথা বলছে। স্যারকে শ্রদ্ধা করতাম, কারণ স্যার যখন বিদেশ থেকে আসেন আশা করেছিলাম, বাংলাদেশের মেধাধ্বংসকারী, সুবিধাবাদী মানুষ তৈরির যে শিক্ষা পদ্ধতি তার একটা বড় সমাধান তিনি নিয়ে আসবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধিতে তার অবদান নিশ্চয়ই আছে। তবে সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবীরাও দেশ ছাড়ছে দলে দলে। দিনের শেষে গরিব মানুষের লাখ কোটি টাকার শিক্ষা দিয়ে গত ৫১ বছরে এই দেশের কী হয়েছে বা কী হচ্ছে আসলে? লক্ষ কোটি টাকা জনগণের পকেট থেকে গেলেও শিক্ষা ব্যবস্থাটা গত ৫১

বছরে জনগণের হয়নি এবং যে অল্প অংশটি এর সুবিধা পেয়েছে, তারা দেশের কতটা কাজে আসেন, তা নিয়ে প্রশ্ন করা যায়। ধরেন, রেমিট্যান্স না আসলে পুরো অর্থনীতি ভেঙে পড়ে বা পড়বে। তো বাকিদের সাধ্য নাই সেই অর্থনীতি ঠিক করার। সম্পদ লুণ্ঠণ আর পাচারকারী, ঘুষখোর, দুর্নীতিবাজরা প্রায় সবাই আমাদের শিক্ষা পদ্ধতিতেই বেড়ে উঠেছে। ভেজাল আছে, বিশাল ভেজাল আছে। এই শিক্ষা পদ্ধতি দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ হয় নাই, হবেও না। বরং বৈষম্য সব রেকর্ড ভাঙতেছে যার অন্যতম কারণ বলা যায়, আমাদের শিক্ষা পদ্ধতির ব্যর্থতা। 

জাফর ইকবাল স্যারের কাছে অনেক আশা ছিলো। কিন্তু যখনই দেখলাম, মানুষের অধিকার নিয়ে তিনি কথা বলছেন না, যখনই দেখলাম যে শিক্ষা পদ্ধতি আমাদের দরকার, গরিব মানুষকে জেনারেল অ্যাজুকেইশন না দিয়ে যে টেকনিক্যাল  অ্যাজুকেইশন দেওয়া দরকার (এটা জানা সত্ত্বেও কেউ কথা কথা বলছে না), স্যার সেই বিষয়ে কথা বলছেন না। অবশ্য স্যারকেই কথা বলতে হবে এমন তো নয়। তিনিই কেনইবা বলবেন? তবে সবকিছু বলা যায়Ñ সংযত ভাষায়। এই যে যেমন, অনেকের কাছে আশা করেছিলাম, দুর্নীতি লুটপাটমুক্ত বাংলাদেশের। যাদের কাছে আশা করেছিলাম,

তারা তার বিপরীতেই কাজ করেছেন। তারাও বলতে পারে, আমরা কি বলেছিÑ দুর্নীতি, লুটপাটমুক্ত বাংলাদেশ গড়বো? না এই দেশে কারো কিছু বলার বা করার দায়িত্ব আছে তেমনটি আর ভাবা যাচ্ছে না। আশা করাই ভুল। জাফর ইকবাল স্যার আমাকে হতাশ করেছেন। প্রচুর হতাশ করেছেন। তার প্রতি শ্রদ্ধার জায়গাটা আর পাই না। তবে ভুলটা আমার। আশা করতে যাই কেন? ‘বেশি কিছু আশা করাই ভুল!’ ফেসবুক থেকে